নিউজ ডেস্ক: যাত্রীবাহী বাসের পিছনে ধাক্কা মারল অন্য একটি বাস। সেই দুর্ঘটনার জেরে আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন যাত্রী। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে ১৬ নম্বর জাতীয় সড়কের হাওড়ার কুলগাছিয়ার শ্রীরামপুরে। জখম বাসযাত্রীদের উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল ৮টা নাগাদ নন্দীগ্রাম থেকে বারাসতের দিকে যাওয়ার সময়ে যাত্রী তুলতে একটি বাস আচমকাই শ্রীরামপুরে জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে পড়ে। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে সেই বাসের পিছনে ধাক্কা মারে দিঘা-হাওড়া রুটের একটি বাস।
পুলিশ সূত্রে খবর, দিঘা-হাওড়া রুটের বাসটির গতি বেশি থাকায় সেটি নিয়ন্ত্রণ রাখতে না পেরে জাতীয় সড়কের উপরে দাঁড়িয়ে থাকা নন্দীগ্রাম-বারাসত রুটের বাসটিতে ধাক্কা মারে। দু’টি বাসে মোট ১৫০ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে আহত হয়েছেন ২৫ জন যাত্রী। পলাতক দুই বাসের চালক। পুলিশ খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছেছে। বাস দু’টিকে আটক করা হয়েছে। এই দুর্ঘটনার ফলে জাতীয় সড়কে সাময়িক যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।