নিউজ ডেস্ক: মহানগরী কলকাতায় ফের অগ্নিকাণ্ড! রবিবার মধ্যরাতে দেশপ্রিয় পার্ক এলাকায়, শিশুমঙ্গল হাসপাতালের কাছেই একটি ডেকোরেটার্স দোকানে আগুন লাগে। সেটি আসলে ডেকোরেটার্স-এর গুদামঘর, রবিবার মধ্যরাতে সেখানেই আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১২টি ইঞ্জিন। সোমবার ভোরের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। হতাহতের খবর নেই।
পুলিশ ও দমকল সূত্রের খবর, শিশুমঙ্গল হাসপাতালের কাছে শরৎ বসু রোডে একটি ডেকোরেটার্স-এর গুদামঘরে আগুন লাগে। দমকলের ১২টি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার জায়গায় এক ঘন্টা পর দমকল পৌঁছয় বলে অভিযোগ স্থানীয়দের। দাউদাউ করে জ্বলতে থাকে আগুন।