নিউজ ডেস্ক: সেঞ্চুরি রেকর্ড গড়তে চলেছে এবারের চ্যাম্পিয়নস ট্রফি।এবারের চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী মঞ্চেই সেঞ্চুরি করেছেন নিউজিল্যান্ডের উইল ইয়ং এবং টম লাথাম। অর্থাৎ প্রথম দিন থেকেই সেঞ্চুরির দেখা মিলেছে। রবিবার পর্যন্ত ৫টি ম্যাচ হয়েছে। এই ৫টি ম্যাচ থেকে ৮টি সেঞ্চুরি হয়েছে। আর তাতেই একটি কীর্তি গড়ে ফেলেছে এবারের চ্যাম্পিয়নস ট্রফি। আইসিসি আয়োজিত কোনও ওয়ানডে টুর্নামেন্টে প্রথম ৫টি ম্যাচে এতো সেঞ্চুরি আগে কখনও হয়নি।
এর আগে আইসিসি আয়োজিত কোনও ওয়ানডে টুর্নামেন্টের প্রথম ৪ ম্যাচে সেঞ্চুরি ছিল ৫টি। ২০০৩ ও ২০১৯ বিশ্বকাপে প্রথম ৪ ম্যাচে ৫টি সেঞ্চুরি হয়েছিল। আর চ্যাম্পিয়নস ট্রফিতে এর আগে প্রথম ৪ ম্যাচে সবচেয়ে বেশি সেঞ্চুরি ছিল ৪টি, ২০১৭ সালে।
চ্যাম্পিয়নস ট্রফির এক আসরে সর্বোচ্চ সেঞ্চুরির সংখ্যা ১০টি। ২০০২ সালের চ্যাম্পিয়নস ট্রফি প্রথমবার ১০টি সেঞ্চুরির দেখা পেয়েছিল। আর দ্বিতীয়টি ২০১৭ সালে। তবে এবার সেই রেকর্ডটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে ।
ওয়ানডে’তে এক টুর্নামেন্টে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডটা হয়েছে ২০২৩ সালের বিশ্বকাপে। সবশেষ এই বিশ্বকাপে ৪৮ ম্যাচের মধ্যে সেঞ্চুরি হয়েছিল ৪০টি। এর আগে ২০১৫ সালে সর্বোচ্চ সেঞ্চুরির সংখ্যা ছিল ৩৮টি।
এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন শনিবার ইংল্যান্ডের বেন ডাকেট। লাহোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৬৫ রানের ইনিংস খেলেছেন তিনি। আর এটিই এখন চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। আর রান তাড়া করতে নেমে ডাকেটের সেঞ্চুরি ম্লান করে দিয়েছেন অজিদের জশ ইংলিশ। তিনি খেলেছেন অপরাজিত ১২০ রানের ইনিংস। ৭৭ বলে তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগার স্পর্শ করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছুঁয়েছেন ইংলিশ। এর আগে ২০০২ সালে কলম্বোয় ৭৭ বলে সেঞ্চুরি করেছিলেন বীরেন্দর শেহবাগ।