নিউজ ডেস্ক: উত্তর প্রদেশের প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় অংশ নিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সোমবার সপরিবারের গঙ্গা, যমুনা ও সরস্বতীর সঙ্গম, ত্রিবেণী সঙ্গমে আস্থার ডুব দিয়েছেন জ্ঞানেশ কুমার। পুণ্যস্নানের পর তিনি বলেছেন, “আমার ভালো লাগছে। আমি মা গঙ্গার আশীর্বাদ পেতে আমার বাবা-মা এবং পরিবারের সঙ্গে এসেছি। মা গঙ্গা আমাদের সকলের উপর তাঁর আশীর্বাদ বর্ষণ করুক, এটাই প্রার্থনা।”
উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়া কুম্ভমেলা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত, কুম্ভমেলা এখন শেষ লগ্নে। দেশ ও বিদেশ থেকে এখনও বিপুল সংখ্যক মানুষ প্রয়াগরাজে আসছেন, সঙ্গমে আস্থার ডুব দেওয়ার জন্য। মহাকুম্ভে এই নিয়ে ৩টি অমৃতস্নান সম্পন্ন হয়েছে। পরবর্তী পুণ্যস্নান হবে আগামী ২৬ ফেব্রুয়ারি (মহা শিবরাত্রি)। সেই দিনই মহাকুম্ভ মেলার সমাপ্তি।