নিউজ ডেস্ক: সোমবার কলকাতা পুরসভার সিংহদুয়ারের বাইরে দুপুর থেকে বিক্ষোভে বসেন পুরসভার ইঞ্জিনিয়াররা। দুপুর বারোটা নাগাদ পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী তাঁরা যোগদান করেন। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন ইঞ্জিনিয়ার্স আ্যন্ড এলায়েড সার্ভিসেস আ্যসোসিয়েশন এই কর্মসূচির ডাক দিয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, গত প্রায় সাড়ে তিন বছরেরও বেশি সময় ধরে তাঁদের পদোন্নতি আটকে রয়েছে। অনেক দিন ধরে আন্দোলন করেও লাভ হয়নি। তাদের মূল দাবি অবিলম্বে শূন্য পদ পূরণ করতে হবে এবং প্রতিশ্রুতি মতো পদোন্নতি দিতে হবে।