নিউজ ডেস্ক: উত্তর প্রদেশের মির্জাপুর জেলার লালগঞ্জ-মির্জাপুর সড়কে সোমবার সকালে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তীর্থযাত্রিবাহী একটি গাড়ি নিয়ন্ত্রণহীন হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে। এই ঘটনায় তেলেঙ্গানার বাসিন্দা ৪ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে এবং ৩ জন গুরুতর আহত হয়েছেন।
জানা গেছে, ভক্তরা গাড়িতে করে বারাণসী যাচ্ছিলেন। গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকে গিয়ে ধাক্কা মারে। সংঘর্ষর ফলে গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক ৪ জনকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়।