নিউজ ডেস্ক: কৃষক কল্যাণই এনডিএ সরকারের অগ্রাধিকার, দেশের অন্নদাতাদের আশ্বস্ত করে সোমবার এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার বিহারের ভাগলপুরে একটি সরকারি অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের ১৯-তম কিস্তির অর্থ বন্টনের সূচনা করেন প্রধানমন্ত্রী মোদী। এছাড়াও বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আমি লালকেল্লা থেকে বলেছিলাম, বিকশিত ভারতে চারটি শক্তিশালী স্তম্ভ রয়েছে। এই স্তম্ভগুলি হল দরিদ্র, কৃষক, মহিলা এবং যুবক। এনডিএ সরকারের অগ্রাধিকার হল কৃষকদের কল্যাণ।”
আরজেডি তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের নাম না করেই প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “একজন কৃষকের কৃষিকাজের জন্য ভালো বীজ, পর্যাপ্ত ও সস্তা সার, সেচের সুবিধা, রোগ থেকে পশুদের সুরক্ষা এবং দুর্যোগের সময় ক্ষতির হাত থেকে সুরক্ষা প্রয়োজন। এর আগে এসব দিক থেকে কৃষকরা সমস্যায় ঘেরা ছিল। যারা পশুখাদ্যে দুর্নীতি করে তাঁরা কখনওই এই অবস্থার পরিবর্তন করতে পারবে না। এনডিএ সরকার এই অবস্থার পরিবর্তন করেছে।”
প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “আগে ইউরিয়ার জন্য কৃষকদের ওপর লাঠিচার্জ করা হত, আর ইউরিয়ার কালোবাজারি হতো। বর্তমানে কৃষকরা পর্যাপ্ত সার পান। এমনকি করোনা সংকটের সময়েও আমরা কৃষকদের সারের অভাবের সম্মুখীন হতে দিইনি। এনডিএ সরকার না থাকলে কী হতো? এনডিএ সরকার না থাকলে এখনও কৃষকদের সারের জন্য লাঠি চার্জের মুখোমুখি হতে হতো। যদি এনডিএ সরকার না থাকত, তাহলে কৃষকরা ৩০০০ টাকার বিনিময়ে এক ব্যাগ ইউরিয়া পেতেন।”