নিউজ ডেস্ক: সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা তথা দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.১। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল সমুদ্রপৃষ্ঠের ৯১ কিলোমিটার গভীরে। কম্পন পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং তামিলনাড়ুর কিছু এলাকায় অনুভূত হয়েছে।তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, এবং সুনামির সতর্কতাও জারি করা হয়নি। তবে ভূতাত্ত্বিক বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক সময়ে বঙ্গোপসাগর অঞ্চলে ভূমিকম্পের সংখ্যা বেড়েছে, যা ভবিষ্যতে আরও বড় কম্পনের ইঙ্গিত হতে পারে। স্থানীয় প্রশাসন সতর্ক রয়েছে এবং পরিস্থিতির ওপর নজর রাখছে।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের হলদিয়া, কাঁথি, দিঘায় কম্পন অনুভূত হয়েছে। বাংলাদেশেও ঢাকা-সহ পশ্চিম প্রান্তের উপকূলের কিছু অঞ্চলে কম্পন টের পাওয়া গিয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, হলদিয়া থেকে ২৮৬ কিলোমিটার দক্ষিণে এবং কলকাতা থেকে ৩৪০ কিলোমিটার দক্ষিণে ছিল ভূমিকম্পের উৎসস্থল।