নিউজ ডেস্ক: আগামী বুধবার মহাশিবরাত্রি উপলক্ষে দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে ১৩ জোড়া কম মেট্রো চলবে। তবে দিনের প্রথম ও শেষ মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি। সাধারণত প্রতিদিন ২৬২টি মেট্রো চালু থাকে, কিন্তু ওইদিন তা কমিয়ে ২৩৬টি করা হবে।মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীসংখ্যা তুলনামূলকভাবে কম থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে এসপ্ল্যানেড-হাওড়া ময়দান, শিয়ালদহ-সেক্টর ফাইভ এবং জোকা-তারাতলা রুটে মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে। দিনের ব্যস্ত সময়ে মেট্রোর সংখ্যা কম থাকায় কিছুটা ভোগান্তির আশঙ্কা রয়েছে নিত্যযাত্রীদের জন্য।