নিউজ ডেস্ক: হিন্দুশাস্ত্রের শ্রেষ্ঠ ব্রত মহাশিবরাত্রি। মনোস্কামনা পূরণের জন্য নির্জলা উপবাস করে চার প্রহরে শিবের পুজো করেন অনেকেই। চলতি বছর কবে শিবরাত্রি, ব্রতের নিয়মই বা কী – জেনে নিন যাবতীয় খুঁটিনাটি।
হিন্দুশাস্ত্র মতে, দেবাদিদেব মহাদেব এবং পার্বতীর বিয়ের দিন শিবরাত্রি হিসাবে পালন করা হয়। কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রির ব্রত পালন করা হয়। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে, আগামী ২৬ ফেব্রুয়ারি, বুধবার সকাল ১১টা ১০ মিনিটে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি শুরু। পরদিন অর্থাৎ বৃহস্পতিবার সকাল ৮টা ৫৫ মিনিটে তিথি শেষ। গুপ্তপ্রেস পঞ্জিকা মতে, বুধবার সকাল ৯টা ৪১ মিনিট ৮ সেকেন্ড থেকে শুরু তিথি। পরদিন সকাল ৮টা ২৯ মিনিট ৩১ সেকেন্ড তিথি শেষ। সুফল পেতে চাইলে এই সময়ের মধ্যে শিবের মাথায় জল ঢালতে হবে পুণ্যার্থীকে।
উপোসের বেশকিছু নিয়ম আছে। সেগুলি মেনে চলা ভাল বলে মনে করা হয়। এক্ষেত্রে শুধুমাত্র একবার ফল খাওয়া যেতে পারে। সৈন্ধব লবণ খাবারে দিতে পারেন। গম, চাল এবং গোটা শস্যজাত খাবার এড়িয়ে চলুন। রসুন ও পিঁয়াজ খাওয়া উচিত নয়। সাধারণ নুন এড়িয়ে চলুন। মাংস ও মদ্যপান করবেন না উপোসের সময়।