নিউজ ডেস্ক: হিন্দু পঞ্জিকা অনুসারে, প্রতি মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মাসিক শিবরাত্রির উপবাস ও পুজো করা হয়, তবে ফাল্গুন মাসের চতুর্দশী তিথি মহাশিবরাত্রি হিসেবে পালন করা হয়। শ্রাবণ মাস, প্রদোষ ব্রত, সোমবার, মাসিক শিবরাত্রি এবং মহাশিবরাত্রি উৎসব ভগবান শিবের উপাসনা এবং আশীর্বাদ পাওয়ার জন্য বিশেষ তিথি।
মহাশিবরাত্রি হল সেই মহারাত্রি যা শিব উপাসনার সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। এই উৎসবটি শিবের দিব্য অবতারণের শুভ উৎসব। তাঁর নিরাকার থেকে জড় আকারে অবতরণের রাত্রিকে বলা হয় মহাশিবরাত্রি। ভগবান শিব আমাদের কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা এবং অন্যান্য ব্যাধি থেকে মুক্ত করেন এবং আমাদের পরম সুখ, শান্তি এবং সম্পদ দান করেন। মহাশিবরাত্রির উপবাস অত্যন্ত শুভ এবং ঐশ্বরিক। এই উপবাস ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ এই চারটি সাধনার ফল দেয় বলে মনে করা হয়।