নিউজ ডেস্ক: মঙ্গলে ৪৪-তম দিনে পড়ল মহাকুম্ভ মেলা। সেই সঙ্গে রেকর্ড গড়ে উঠল কুম্ভে । গঙ্গা, যমুনা ও সরস্বতীর মিলনস্থল, ত্রিবেণী সঙ্গমে ডুব দেওয়া পুণ্যার্থীর সংখ্যা ছাড়াল ৬৪ কোটির ঘর। গত ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়া কুম্ভমেলা চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। দেশ ও বিদেশ থেকে এখনও লক্ষ লক্ষ মানুষ প্রয়াগরাজে আসছেন, আস্থার সাগরে ডুব দেওয়ার জন্য। মহাকুম্ভে এই নিয়ে ৩টি অমৃতস্নান সম্পন্ন হয়েছে। পরবর্তী পুণ্যস্নান হবে আগামী ২৬ ফেব্রুয়ারি মহা শিবরাত্রির দিনে। সেই দিনই হবে মহাকুম্ভ মেলার সমাপ্তি।