নিউজ ডেস্ক: উত্তর প্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভমেলা বুধবার মহা শিবরাত্রির দিন সরকারিভাবে শেষ হচ্ছে। প্রশাসন দিনটি চিত্তাকর্ষক এবং সুচারুভাবে সব কিছু সম্পন্ন করার জন্য সব রকম বন্দোবস্ত করেছে। সুরক্ষা এবং পুণ্যার্থীদের সুবিধার্থে বিভিন্ন পদক্ষেপ করা হয়েছে। প্রয়াগাজের জেলাশাসক রবীন্দ্রকুমার মান্দাদ বলেছেন, মেলায় আশা পুণ্যার্থীদের সুরক্ষা এবং সুবিধা দেওয়াই তাঁদের অগ্রাধিকার।
বিভিন্ন স্নানের ঘাট এবং মন্দিরগুলিতে প্রতিনিয়ত পরিষ্কারের কাজ চলছে বলেও তিনি জানান। আগামীকালের বিপুল ভিড় সামাল দিতে আরও বেশি সংখ্যক পুলিশ হোমগার্ড, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং প্রশাসনিক দলকে কাজে লাগানো হয়েছে। আগামীকাল মহাকুম্ভ মেলা চতুর্থ তথা শেষ শাহী স্নান। মঙ্গলবার থেকেই লক্ষ লক্ষ পুণ্যার্থী প্রয়াগরাজে এসে পৌঁছেছেন।