নিউজ ডেস্ক: ঝাড়খণ্ডের রাঁচির রাতু রোডের কৃষ্ণ নগর কলোনির ইন্দ্রপুরীতে শ্রী শ্রী শিব বরাত আয়োজন সমিতির উদ্যোগে বুধবার আড়ম্বরের সঙ্গে মহাশিবরাত্রির আয়োজন করা হয়েছে।
মহাশিবরাত্রি উপলক্ষে দেবাদিদেব মহাদেবের শোভাযাত্রা বের হবে। ওইদিন দুপুর ১টায় ইন্দ্রপুরী শিব মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হবে। সমিতির চেয়ারম্যান রমেশ সিং এ তথ্য জানিয়েছেন।