সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিষেক। আর সেই পোস্টকে ঘিরে এবার জল্পনা শুরু তৃণমূলে। ইনস্টাগ্রামে তিনি একটি স্টোরি শেয়ার করেছিলেন। যেখানে তৃণমূলের সেনাপতি, চিনা সেনানায়ক সান জুকের লেখা দ্যা আর্ট অফ ওয়ার বইয়ের একটি উদ্ধৃতি তুলে ধরেন। লেখাটি হল ‘হি হু উইশেস টু ফাইট মাস্ট ফার্স্ট কাউন্ট দ্য কস্ট।’