নিউজ ডেস্ক: শিবকে সন্তুষ্ট করতেই পালন করা হয় মহাশিবরাত্রি। পুরান মতে, এই ব্রত করলেই সকলের মনস্কামনা পূরণ হয়। শিবরাত্রিতে ভোলেবাবার পূর্ণ আশীর্বাদ পেতে এই পাঁচটি জিনিস থেকে অবশ্যই বিরত থাকুন।
১. উপবাসের সময় শস্য এবং ডালের মতো খাবার খাওয়া যাবে না।
২. ভগবান শিবকে নারকেল নিবেদন করা যেতে পারে, কিন্তু নারকেল জল নিবেদন করা যাবে না।
৩. উপবাসের সময় অতিরিক্ত চা এবং কফি পান করবেন না কারণ এটি ডিহাইড্রেশনের কারণ হতে পারে।
৪. পুজোর সময় ভক্তদের কখনই কুমকুম তিলক ব্যবহার করা উচিত নয়, চন্দন ব্যবহার করা যেতে পারে।।
৫. কেতকী এবং চম্পার মতো ফুল ভুলেও নিবেদন করবেন না ভগবান শিবকে। এতে রুষ্ট হতে পারেন দেবাদী দেব মহাদেব।