নিউজ ডেস্ক: টালিগঞ্জে টেকনিশিয়ান স্টুডিওর কাছে অস্বাভাবিক মৃত্যু হল এক যুবকের। যদিও ওই যুবকের মৃত্যুকে কেন্দ্র করে রহস্য ঘনিভূত হচ্ছে। জানা গিয়েছে, একটি বাইকে করে টালিগঞ্জে টেকনিশিয়ান স্টুডিওর কাছ দিয়ে যাচ্ছিলেন তিন যুবক। কোনও কারণে তাঁরা রাস্তায় পড়ে যান। যার মধ্যে ওই বাইকের পিছনে থাকা যুবকটির মৃত্যু হয়। যদিও কীভাবে পড়ে গেলেন তাঁরা, সেই বিষয়ে বিস্তারিতভাবে বলতে পারছেন না বাইকে থাকা বাকি দুই যুবক। এমনকী কোনও গাড়িতে ধাক্কা মারার ঘটনাও ঘটেনি বলে দাবি পুলিশের। তদন্ত শুরু হয়েছে। মৃত যুবকটির বাড়ি ঠাকুরপুকুর এলাকায়। সে আলিপুর আদালতে মুহুরির কাজ করত। বুধবার ভোররাত দু’টোর সময়ে টেকনিশিয়ান স্টুডিওর কাছেই ঘটনাটি ঘটে।