নিউজ ডেস্ক: ভোটদানের ওপর ফের জোর দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তাঁর কথায়, দেশের সেবায় প্রথম ধাপ হল ভোটদান। বুধবার সকালে মাদুরাইয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন, ভারতের সমস্ত নাগরিক যারা ১৮ বছর বয়স পূর্ণ করেছেন, তাদের নির্বাচক হওয়া উচিত এবং সর্বদা ভোট দেওয়া উচিত। ভারতের নির্বাচন কমিশন সব সময় ভোটারদের পাশে থাকবে।
মাদুরাই সফর প্রসঙ্গে জ্ঞানেশ কুমার বলেছেন, আমি মাদুরাই এসেছিলাম, এখানে নির্বাচনী প্রক্রিয়ার কাজ পর্যালোচনা করেছি। সেখানে মুখ্য নির্বাচনী আধিকারিক এবং জেলা নির্বাচন অফিসার ও ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকরাও ছিলেন। তাঁরা ভাল কাজ করছেন এবং আমি মাদুরাইয়ের সমস্ত ভোটারদের মঙ্গল কামনা করি।”