নিউজ ডেস্ক: আজ মহা শিবরাত্রি। সারা দেশের প্রতিটি শিব মন্দিরে পালিত হচ্ছে এই উৎসব। কিন্তু জানেন কি? তামিলনাড়ুর রামেশ্বরমে কিভাবে পালিত হয় শিবরাত্রি। কথিত আছে ভগবান রামচন্দ্র স্বয়ং এই শিবলিঙ্গ স্থাপন করেন। মহাদেবের পুজো করেই রাবণ বধের উদ্দেশ্যে ভগবান রামচন্দ্র এবং তাঁর বানর সেনা লঙ্কার উদ্দেশ্যে পাড়ি দেন। মহা শিবরাত্রি উপলক্ষে তামিলনাড়ুর এই রামেশ্বরমে ভিড় জমিয়েছেন অগণিত মানুষ। পুরাণের কথামতে, বানর শিবলিঙ্গ আনতে দেরি করায় বালির শিব বানিয়েছিলেন রামচন্দ্র। সে কথাকে মেনেই এখানে উপস্থিত নারীরা বালির শিব তৈরি করে প্রথমে জলাভিষেক করছেন তারপর পুজো করছেন।