নিউজ ডেস্ক: শীতের মরশুমে দীর্ঘ দিন বন্ধ থাকার পর আগামী মে মাসে পুণ্যার্থীদের খুলতে চলেছে কেদারনাথ মন্দিরের দরজা। বুধবার মহা শিবরাত্রির দিন ঘোষিত হল শুভ মুহূর্ত ও দিনক্ষণ, আগামী ২ মে পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হবে কেদারনাথ মন্দির। ওই দিন সকাল ৭টায় খুলে দেওয়া হবে কেদারনাথ মন্দিরের দরজা।
ভগবান ভৈরবনাথ জির পূজার্চনা হবে আগামী ২৭ এপ্রিল। বাবা কেদারের পঞ্চমুখী ডোলি ২৮ এপ্রিল উখিমঠের শ্রী ওমকারেশ্বর মন্দির থেকে কেদারনাথ ধামের উদ্দেশ্যে রওনা হবে।