নিউজ ডেস্ক: মহাশিবরাত্রির দিনে অন্য মাত্রা পায় শৈব তীর্থগুলি৷ তার মধ্যে অন্যতম তারকেশ্বর৷ সকাল থেকেই তারকেশ্বর মন্দিরে তাই পুণ্যার্থীদের ভিড়৷ শিবরাত্রি উপলক্ষে সেজে উঠেছে মন্দির চত্বর। যত বেলা বাড়ে ভিড় তত বৃদ্ধি পায়৷
পঞ্জিকা মতে, কৃষ্ণ চতুর্দশীতে হয় শিবরাত্রি । এই উপলক্ষে বিশেষ পুজার্চনা হয় তারকেশ্বেরে। বুধবার সকাল ৯টা ৪১মিনিটে এবারের শিব চতুর্দশী শুরু হয়। বৃহস্পতিবার সকাল ৮টা ৩৯ মিনিট পর্যন্ত চতুর্দশী থাকবে৷ এই সময়ের মধ্যে ভক্তরা সারা দিনরাত মন্দিরে ঢুকে মহাদেবের মাথায় জল ঢালতে ও পুজো দিতে পারবেন।
এদিন দুধ, বেলপাতা, আকন্দ ফুলের মালা হাতে নিয়ে বাবা তারকানাথের দরবারে পৌঁছে যান ভক্তরা৷ তাঁদের কারও মাথায় জল ভরা কলসি, তো কারও মাথায় ঘট, কপালে ত্রিশূল আঁকা৷ শিবের মাথায় জল ঢেলে মনস্কামনা জানান ভক্তরা। বুধবার রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত চার প্রহরে বিশেষ পুজো হবে তারকেশ্বর মন্দিরে৷ সেই পুজো করবেন মন্দিরের মহন্ত মহারাজ। এদিন কোনও ভোগ দেওয়া হবে না মন্দিরে।