নিউজ ডেস্ক: ইদে দুদিনের ছুটি, আর বিশ্বকর্মা পুজোয় নেই! কলকাতা পুরসভার নয়া বিজ্ঞপ্তি ঘিরে শোরগোল। বিষয়টি প্রকাশ্যে আসতেই শাসকদলের বিরুদ্ধে বিশেষ একটি ধর্মকে তোষামোদ করার অভিযোগ তুলেছে বিজেপি। প্রশ্ন তোলা হয়, “এটা পশ্চিমবাংলা নাকি বাংলাদেশ?”
বিতর্ক শুরু হতেই অবশ্য সঙ্গে সঙ্গে পদক্ষেপ করে পুরসভা। পরে কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের মেয়র পারিষদ সন্দীপন সাহা বলেন, “রাজ্য সরকারের ছুটির তালিকা মেনেই কলকাতা পুরসভার ছুটির তালিকা তৈরি করা হয়। শিক্ষা বিভাগের চিফ ম্যানেজার কারও অনুমতি না নিয়ে নিজের মতো করে বিশ্বকর্মা পুজোর ছুটিকে ইদের সঙ্গে মিশিয়েছেন। এটা এক্তিয়ার বর্হিভূত। ওই বিজ্ঞপ্তি বাতিল করা হয়েছে।
সন্দীপনবাবু জানান, সংশ্লিষ্ট শিক্ষা ম্যানেজারকে কারণ দর্শাতে বলা হয়েছে। তাঁর বিরুদ্ধে যা যা শৃঙ্খলাবিষয়ক পদক্ষেপ করার করা হবে। একই সঙ্গে তিনি এও বলেন, “বিরোধীদের কাজই ধর্ম নিয়ে রাজনীতি করা। ফলে এনিয়ে নতুন করে কোনও মন্তব্য করব না।”