নিউজ ডেস্ক: অভিযান চালিয়ে ফের ভুয়ো কল সেন্টারের হদিশ পেল পুলিশ। এই অবৈধ কর্মকান্ডের অভিযোগে কলকাতা পুলিশের হাতে গ্রেফতার ৪।
মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ধৃতদের গার্ডেনরিচ থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। কল সেন্টার থেকে ১ কোটি ১৮ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের জেরা করে বিশদ জানার চেষ্টা হবে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরে তাদের কাছে খবর আসছিল গার্ডেনরিচ থানা এলাকায় আয়রন গেট রোডে হোয়াইট হাউস নামের একটি বাড়িতে ভুয়ো কল সেন্টার চলছে। মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। গ্রেফতার করা হয়, ইউসুফ খান, মুর্শিল খান, জাস্টিন পাল, মহম্মদ শাহরুখ নামের চার যুবককে। তাঁদের প্রত্যেকের বয়স ৩০-এর মধ্যে।
ধৃতদের থেকে ১ কোটি ১৮ লক্ষ টাকা-সহ কিছু সোনার গয়না, বেশ কয়েকটি ল্যাপটপ, রাউটার ও অন্যান্য কাগজপত্র পাওয়া গিয়েছে।