নিউজ ডেস্ক: বীরভূম জেলায় ফের উদ্ধার হল তাজা বোমা। এবার ১৭টি তাজা বোমা উদ্ধার করল পাড়ুই থানার পুলিশ। বুধবার স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই তাজা বোমাগুলি সংশ্লিষ্ট থানার কেন্দ্রডাঙাল এলাকার একটি কবরস্থানের পাশে পড়েছিল। স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রথমে এলাকাটিকে ঘিরে রাখে। তড়িঘড়ি বম্ব ডিস্পোজাল স্কোয়াডকে খবর দেওয়া হয়। তারা এসে নিরাপদ জায়গায় বোমাগুলিকে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করে। এই ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে কী কারণে, কারা এই বোমাগুলি সেখানে মজুত করে রেখেছিল, তার তদন্ত শুরু করেছে পাড়ুই থানার পুলিশ।