নিউজ ডেস্ক: দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে ধান সেদ্ধ করার মেশিনে বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়েছেন ৪ জন। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত উত্তর অঙ্গদবেড়িয়ার কয়াল পাড়ায়। ধান সেদ্ধ করার মেশিনে বিস্ফোরণ হলে অগ্নিদগ্ধ হন ৪ জন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। তাঁদের কলকাতার চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজে স্থানান্তর করেছে স্থানীয় হাসপাতাল। বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে আশেপাশের একাধিক বাড়িও অল্পবিস্তর ক্ষতিগ্রস্ত হয়েছে।
বুধবার সকালে উত্তর অঙ্গদবেড়িয়া গ্রামের বাসিন্দা পলাশ কয়াল ও তাঁর পরিবারের সদস্যরা নিজেদের বাড়িতে ধান সেদ্ধ করার কাজ করছিলেন, তখনই এই ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। বয়লারের গরম জল ছিটকে এসে পড়ে তাঁদের শরীরে, চোখে ও মুখে। তাতেই গুরুতর জখম হন ঘটনাস্থলে থাকা চারজন। জখমদের মধ্যে দুই মহিলাও রয়েছেন। জানা গিয়েছে, জখমদের মধ্যে পল্লবী কয়াল নামে এক মহিলার অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনাটি ঘটার পর স্থানীয়রাই জখমদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। যদিও পল্লবী কয়ালের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতায় চিত্তরঞ্জন হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়েছে। এই বিষয়ে গুরুতর জখম অবস্থায় থাকা ভরত কয়াল জানান, ধান সেদ্ধ করার মেশিনে পরিবারের পাঁচজন কাজ করছিলাম। সেই সময়ে হঠাৎ করেই মেশিন ফেটে যায়। এই ঘটনার পর গুরুতর জখম হয় চারজন। অনুমান, ওই মেশিনে অতিরিক্ত গরম জল ছিল সেই কারণেই ফেটে যায় সেটি।