নিউজ ডেস্ক: বুধবার গোরক্ষনাথ মন্দিরের কন্ট্রোল রুম থেকে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রয়াগরাজ মহাকুম্ভে মহাশিবরাত্রির শেষ অমৃত স্নানের ব্যবস্থা প্রতি মুহূর্তে তদারকি করেন। এদিন ভোর চারটে নাগাদ কন্ট্রোল রুমে পৌঁছান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
জানা গেছে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজেই কন্ট্রোল রুম থেকে শীর্ষ আধিকারিকদের বিভিন্ন নির্দেশ দেন। উল্লেখ্য, তিনি গোরক্ষপুরে থাকার জন্য গোরক্ষনাথ মন্দিরেই একটি কন্ট্রোল রুম তৈরি করা হয়। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মহাকুম্ভ নগর সহ প্রয়াগরাজে ভক্তদের ভিড়, প্রশাসনিক ব্যবস্থার লাইভ ফিড দেখেন। বুধবার ভক্তরা যাতে ত্রিবেণী সঙ্গমে নির্বিঘ্নে পুণ্যস্নান করতে পারেন, তা নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী নিজে তদারকি করেন এদিন।