নিউজ ডেস্ক: আগামী ৩ মার্চ থেকে শুরু হচ্ছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা চলবে ১৮ মার্চ পর্যন্ত। মাধ্যমিক পরীক্ষার ঘটনা থেকে শিক্ষা নিয়ে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের ক্ষেত্রে দেহ তল্লাশিতে আরও জোর দেওয়া হচ্ছে বলে সংসদ সূত্রের খবর। জানা যাচ্ছে, মেটাল ডিটেক্টর দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করা হবে। তারপরই পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে পরীক্ষার্থীদের। সকাল ১০টা থেকে শুরু হবে পরীক্ষা।
তবে তল্লাশির কারণে পরীক্ষার্থীদের ১ ঘণ্টা আগে অর্থাৎ সকাল ৯টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিন এক সাংবাদিক বৈঠকে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে একথা জানানো হয়েছে।এছাড়া পরীক্ষার কিছুক্ষণ আগে পরীক্ষাথীদের সামনে খোলা হবে প্রশ্নপত্র। এবারে ছাত্র ছাত্রীদের উত্তরপত্রের সঙ্গে প্রশ্নপত্র থাকবে। প্রশ্নপত্র যাতে বাইরে না ছড়িয়ে পড়ে তার জন্যই এই পদক্ষেপ। শুধু পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় নয়, পরীক্ষা কেন্দ্রের ভেতরেও থাকবে মেটাল ডিটেক্টর। থাকবে সিসিটিভিও ।