নিউজ ডেস্ক: ফের সেনার গাড়িতে হামলা জঙ্গিদের। জম্মু-কাশ্মীরের রাজৌরিতে সেনার গাড়িতে গুলি চালায় জঙ্গিরা। রাজৌরির সুন্দরবাণী মাল্লা রোডের কাছে ফাল নামক একটি গ্রামে জলের ট্যাঙ্কের কাছে দুপুর নাগাদ হামলা চালায় জঙ্গিরা । প্রাথমিক তদন্তের রিপোর্ট অনুযায়ী, সেনাবাহিনীর গাড়ি টহল দিচ্ছিল, সেই সময় জঙ্গিরা এক-দুই রাউন্ড গুলি চালায়। তবে হামলায় হতাহতের ঘটনা ঘটেনি বলেই খবর। সূত্রের খবর, ফাল গ্রামে সেনাবাহিনীর গাড়ি যখন পেট্রোলিং করছিল, সেই সময় জঙ্গল থেকে আচমকা ঝাঁকে ঝাঁকে গুলি উড়ে আসে। সঙ্গে সঙ্গে পাল্টা গুলি চালায় সেনাবাহিনীও। ইতিমধ্যেই গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। তল্লাশি চলছে। কে বা কারা এই হামলার পিছনে রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।