নিউজ ডেস্ক: হাওড়ায় ফের অগ্নিকাণ্ড! আমতার পর এবার উলুবেড়িয়া। আগুনে ভস্মীভূত হয়ে গেল তিনটি দোকান। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া থানার অন্তর্গত গঙ্গারামপুর মোড়ের কাছে। স্থানীয় সূত্রে খবর, বুধবার রাতে স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পান। প্রাথমিকভাবে তাঁরাই আগুন নেভানোর চেষ্টা করেন।
পরে দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও, ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে। আগুনে পুড়ে গিয়েছে তিনটি দোকান। তিনটি দোকান পুড়ে যাওয়ায় বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগুনে পুড়ে যাওয়া তিনটি দোকানের মধ্যে দু’টি ছিল মুদির দোকান। কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই পুলিশ এবং দমকলের আধিকারিকরা গোটা ঘটনাটির তদন্ত শুরু করেছে। তবে প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগার ঘটনাটি ঘটে থাকতে পারে।