নিউজ ডেস্ক: মুর্শিদাবাদের ফারাক্কা ব্যারেজ এলাকায় উদ্ধার হল এক সদ্যোজাতের দেহ। সদ্যোজাতের দেহ উদ্ধারের ঘটনায় বৃহস্পতিবার সকালে চাঞ্চল্য ছড়িয়েছে। এদিন সকালে মুর্শিদাবাদের ফারাক্কা ব্যারেজ এলাকায় এক সদ্যোজাতের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়।
জানা গিয়েছে, এদিন সকালে ক্ষতবিক্ষত শিশুটির দেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফারাক্কা থানায় পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।