নিউজ ডেস্ক: কুমোরটুলিতে ট্রলিব্যাগে দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। এই ঘটনার শিকড় আসলে লুকিয়ে রয়েছে শিলিগুড়িতে। পুলিশ দেহ উদ্ধারের একদিন পর যা জানতে পারল তা অবিশ্বাস্য। মঙ্গলবারই কলকাতায় ঘটে হাড়হিম কাণ্ড। কুমোরটুলি ঘাটে মুণ্ডহীন দেহ ট্রলিতে গঙ্গায় ফেলতে এসে হাতেনাতে ধরা পড়েন দুই মহিলা। সম্পর্কে মা ও মেয়ে আরতি ঘোষ এবং ফাল্গুনী ঘোষ। অভিযোগ, তাঁরা দু’জনে মিলে আত্মীয় এক মহিলা সম্পর্কে তাঁদের পিসিশাশুড়ি সুমিতা ঘোষকে খুন করেছে এই মা ও মেয়ে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে,২০২১ সালে ৩ জুলাই শিলিগুড়ির সুভাষপ্ললিতে মামা শ্বশুরের বাড়িতে স্বামীর সঙ্গে এসেছিলেন ফাল্গুনী ঘোষ। ৮ অগাস্ট পর্যন্ত মামা শ্বশুরের বাড়িতেই ছিলেন তিনি। অসমে শ্বশুরবাড়ি ফিরে যাওয়ার পর মামা সুব্রত ঘোষ দেখতে পান তাঁর স্ত্রীর সোনার গয়না সহ উধাও নগদ টাকাও। ১৩ অগাস্ট ২০২১-এ শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন তিনি। তদন্তে নেমে পুলিশ ফাল্গুনী ঘোষকে জেরা করতেই রহস্য সামনে আসে। গ্রেফতার করা হয় ফাল্গুনীকে।