নিউজ ডেস্ক: নির্মাণকাজ করতে গিয়ে ধসের কবলে দুই শ্রমিক। জানা গেছে, এক শ্রমিককে উদ্ধার করা গেছে। সূত্রের খবর, দু’জনেই ভাঙড়ের বাসিন্দা। জানা গিয়েছে, রাজারহাট নাঙলপোতা এলাকায় বহুতল নির্মাণের কাজ চলছিল। বৃহস্পতিবার সকাল থেকেই মাটি কাটার কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। দুপুর নাগাদ আচমকাই মাটিতে ধস নেমে চাপা পড়ে যান দুই শ্রমিক। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আবাসন চত্বরে।
দুর্ঘটনার পরেই উদ্ধারকাজ শুরু হয়। ওই দুই শ্রমিকের পরিবারের লোকেরা ঘটনাস্থলে এসে কান্নায় ভেঙে পড়েন। শেষ খবর পাওয়া পর্যন্ত একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাকি আরও একজন শ্রমিককে উদ্ধারের জন্য চেষ্টা চালানো হচ্ছে।