সিবিআই-এর চার্জশিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। তা নিজেই স্বীকার করলেন অভিষেক। তবে কী এবার ভয় পাচ্ছেন অভিষেক? কারণ দলে প্রভাব কমছে অভিষেকের। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলীয় বৈঠক উপলক্ষে চারিদিকে যে পোস্টার বা ব্যানার লাগানো হয়েছে সেখানে কোথাও ছবি নেই অভিষেকের। এর সাথে খবরে প্রকাশ হয়েছিল, প্রাথমিক শিক্ষক দুর্নীতি মামলায় সিবিআই এর অতিরিক্ত তৃতীয় চার্জশিটে নাম রয়েছে অভিষেকের। সেই প্রসঙ্গে দলীয় কর্মী সভায় মুখ খুললেন অভিষেক।