নিউজ ডেস্ক: হিমাচল প্রদেশের শিমলা জেলার সুন্নি থানা এলাকায় এক ব্যক্তি মত্ত অবস্থায় লঙ্কা পুড়িয়ে তার ধোঁয়ায় স্ত্রী-সন্তানদের শ্বাসরোধের চেষ্টা করে বলে অভিযোগ। এক মহিলা অভিযোগ করেন, তাঁর স্বামী টেক চন্দ মত্ত অবস্থায় তাঁকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করে। তাঁকে ও তাঁর সন্তানদের শ্বাসরোধের চেষ্টা করেন তাঁর স্বামী।
ঘটনার বিবরণ দিয়ে তিনি বলেন, লঙ্কা পুড়তে শুরু করতেই তীব্র ধোঁয়া ঘরের মধ্যে ছড়িয়ে পড়ে। মহিলা ও দুই সন্তান শ্বাসকষ্টে কষ্ট পেতে থাকে, তাদের চোখ জ্বলতে থাকে, দম বন্ধ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। তখন বাইরে বেরোনোর চেষ্টা করলে ওই মহিলা দেখেন, দরজাও বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। ধোঁয়া বাড়তে থাকলে তাঁর সন্তানদের অবস্থা আরও খারাপ হতে থাকে। শেষমেশ তিনি দরজা ভেঙে সন্তানদের নিয়ে ঘর থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। তিনি জানান, তাঁর স্বামী আগেও বহুবার শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেছে।