নিউজ ডেস্ক: ফেব্রুয়ারির শেষ থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চড়ছে পারদ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, মার্চের শুরু থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপমাত্রা বাড়বে, সেই সঙ্গে বাড়বে গরমের অনুভূতিও। তবে এরই মধ্যে একাধিক জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনাও।
দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বৃষ্টি হবে উত্তরে। শুক্রবার উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তবে মার্চ মাসের শুরু থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা বাড়বে। আগামী কয়েকদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় সকালের দিকে হালকা কুয়াশার দাপট থাকবে।