নিউজ ডেস্ক: বর্তমানে বিজেপির সর্বভারতীয় সভাপতি রয়েছেন জেপি নাড্ডা। তবে বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে শীঘ্রই বদল আসতে চলেছে। ২০ মার্চের মধ্যে ঘোষণা হতে পারে নতুন সভাপতির নাম। জানুয়ারির মধ্যেই সর্বভারতীয় সভাপতি বাছাইয়ের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু দিল্লির বিধানসভা নির্বাচন এসে যাওয়ায় তা পিছিয়ে যায়। বিজেপির রাজ্য সভাপতিদেপও নির্বাচন এখনও বাকি রয়েছে। যার জেরেই জেপি নাড্ডার পরে কে বিজেপির সভাপতি হবেন তা নিয়ে এখনও প্রক্রিয়া এগোয়নি।
উল্লেখ্য, ২০১৯ সালের ১৭ জুন দলের জাতীয় কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন জেপি নাড্ডা। ২০২০ সালের ২০ জানুয়ারি পর্যন্ত দায়িত্বে ছিলেন তিনি। এরপর ওই দিনই বিজেপির ১১তম সর্বভারতীয় সভাপতি পদে নির্বাচিত করা হয় জেপি নাড্ডাকে। সেই থেকে বর্তমানে নাড্ডাই দলের সর্বভারতীয় সভাপতি।
প্রসঙ্গত, সভাপতি হিসাবে নাড্ডার মেয়াদকালে একাধিক রাজ্যে সফল হয়েছে অপারেশন পদ্ম। সম্প্রতি, এই ব্রাহ্মণ নেতার হাত ধরেই ২৭ বছর পর আবার দিল্লির মসনদে ফিরেছে বিজেপি। আর সেই বিধানসভা নির্বাচন মিটতেই বিজেপির অন্দরে পরবর্তী সর্বভারতীয় সভাপতি খোঁজার জন্য লেগে যায় হিড়িক। সূত্রের খবর, আগামী মাসের ২০ তারিখের মধ্যেই সম্ভবত নাড্ডার উত্তরাধিকার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তটা নিয়ে ফেলবে বিজেপি নেতৃত্ব।
তবে বিজেপির সাংগঠনিক নিয়মবিধি অনুযায়ী, যতক্ষণ না পর্যন্ত তাদের রাজ্য সভাপতি নির্বাচনের কাজ শেষ হবে, ততক্ষণ পর্যন্ত সর্বভারতীয় সভাপতি নির্বাচনের কাজে হাত লাগানো যাবে না। কমপক্ষে, দেশের ৫০ শতাংশ রাজ্য়ে রাজ্য সভাপতি নির্বাচনের পরই নতুন সর্বভারতীয় সভাপতির নাম ঘোষণা করা যেতে পারে। এখনও পর্যন্ত ২৮টি অঙ্গরাজ্যের ১২টিতে ও ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলে রাজ্য সভাপতি বাছাই করে ফেলেছে বিজেপি। এখনও ৬টি রাজ্যে সভাপতিদের নাম চূড়ান্ত করা হয়নি। আগামী সপ্তাহের মধ্যেই তা ঠিক করে ফেলা হবে বলে সূত্রের খবর।
প্রসঙ্গত, বিজেপির প্রথম সর্বভারতীয় সভাপতি ছিলেন অটল বিহারী বাজপেয়ী। সভাপতি পদে একাধিকবার আসীন হয়েছেন লালকৃষ্ণ আডবাণীও। ১৯৮০ সাল থেকে ১৯৮৬ পর্যন্ত বিজেপির সর্বভারতীয় সভাপতি ছিলেন অটল বিহারী বাজপেয়ী। ১৯৮৬ থেকে ১৯৯০, ১৯৯৩ থেকে ১৯৯৮ ও ২০০৪ থেকে ২০০৫ সাল পর্যন্ত ওই পদে ছিলেন লালকৃষ্ণ আডবাণী। এছাড়াও নানা সময়ে এই পদে ছিলেন মুরলী মনোহর যোশী, এম বেঙ্কাইয়া নায়ডু, রাজনাথ সিং, নিতিন গডকড়ি। আর জেপি নাড্ডার আগে ২০১৪ থেকে ২০১৭ ও ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত বিজেপির সর্বভারতীয় সভাপতি ছিলেন অমিত শাহ।