নিউজ ডেস্ক: আবারও একবার থ্রিলারের মুখোমুখি স্বস্তিকা মুখোপাধ্যায়, সঙ্গে দোসর অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। আসছে নতুন ছবি ‘দুর্গাপুর জংশন’। পরিচালক অরিন্দম ভট্টাচার্য্যের হাত ধরে আসছে নতুন এই ছবি। ২৫ এপ্রিল মুক্তি পাওয়ার কথা এই ছবিটি। তাঁদের সঙ্গে রয়েছেন বলিউড অভিনেত্রী একাবলী খান্না। রাজদীপ সরকার ও প্রদীপ ধর। ‘শিবপুর’ বিতর্ক পিছনে ফেলে আমেরিকার বুকে ঘটে যাওয়া এক সত্য ঘটনাকে দুর্গাপুরের প্রেক্ষাপটে অরিন্দম ভট্টাচার্য বানিয়েছেন এই থ্রিলার জঁরের ছবিটি ।
ইতিমধ্যেই সামনে এসেছে অ্যাকশন ও রহস্যে ভরপুর, মোশন পোস্টার। সেখানে দেখা যাচ্ছে, একটি হাত ও সেই হাতের মধ্যে কিছু ওষুধ। মনে করা হচ্ছে, ওষুধের জেরে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। এরপরে লেখা হয়ে যাচ্ছে, ছবির নাম। ‘দুর্গাপুর জংশন’। এই ছবির মুখ্যভূমিকায় দেখা যাবে স্বস্তিকা আর বিক্রমকে। তবে তাঁদের জুটি হিসেবে দেখা যাবে কি না, সেই বিষয়ে কোনও ইঙ্গিত দেওয়া হয়নি।
এই ঘটনার শুরু হচ্ছে, একের পর এক মৃত্যুর ঘটনা নিয়ে। কোনও মৃত্যুর সঙ্গেই কোনও মৃত্যুর যেন তেমন যোগ নেই। গোটা ঘটনার দায়িত্ব নেয় সিআইডি। কিন্তু এই সমস্ত মৃত্যুর কোনও কিনারা করতে পারে না তাঁরা।
ছবির গল্পের দিকে তাকালে দেখা যাবে, দুর্গাপুরের বুকে ঘটছে একের পর এক অস্বাভাবিক মৃত্যুর ঘটনা । ওষুধের বিষক্রিয়াই এর কারণ বলে ধরা হচ্ছে । কিন্তু সত্যিই কি তাই ? মৃত্যু নাকি একেবারে পরিকল্পিত সিরিয়াল কিলিং। তা স্পষ্ট নয় কারোর কাছে । তবে শেষ পর্যন্ত গল্প কোন দিকে মোড় নেয় তা জানতে দেখতে হবে ‘দুর্গাপুর জংশন’।