মমতার মুখে ফের ‘খেলা হবে’ নিদান। ২০২৬ এর খেলাটা আরও জোরালো করতে হবে। খেলা কি নিয়ে হবে সেটাও জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। নিজে মুখেই বলেছেন, ২০২৬ এর খেলাটা শুরু হবে ভোটার লিস্ট থেকে। তাহলে কী ২০২৬ এর ভোট রহস্য লুকিয়ে থাকবে ভোটার লিস্টে? প্রশ্নটা তুলছেন সাধারণ মানুষ।