নিউজ ডেস্ক: তারাপীঠ মন্দিরে সস্ত্রীক পুজো দিলেন দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর। শুক্রবার দিল্লি থেকে বিমানে করে পানাগড় এর পরে বায়ুসেনার চপারে করে বীরভূম ঝাড়খন্ড সীমানার সুরিচুয়া বিমান ঘাঁটিতে নামেন এবং সেখান থেকে সড়ক পথে তারাপীঠে এসে পৌঁছান সকাল ১০.১৫ মিনিট নাগাদ।
সস্ত্রীক উপরাষ্ট্রপতিকে স্বাগত জানান বীরভূম জেলা শাসক বিধান রায়, বীরভূম জেলা পুলিশ সুপার আমনদীপ , রামপুরহাট মহকুমা শাসক সৌরভ পাণ্ডে। এর পরে মন্দিরের উদ্দেশ্যে যান সস্ত্রীক উপরাষ্ট্রপতি। মন্দিরের গর্ভগৃহে প্রায় ৮ মিনিট পুজো দেন। তারপরে সুরিচুয়া বিমান ঘাঁটির উদ্দেশ্যে বেরিয়ে যান। এদিন দেশের উপরাষ্ট্রপতি যাতে নির্বিঘ্নে পুজো দিতে পারেন তার জন্য সমগ্র তারাপীঠ মন্দির চত্বর কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়।