নিউজ ডেস্ক: সপ্তাহের শেষ ট্রেডিং দিনেও বিনিয়োগকারীদের দুশ্চিন্তার কারণ শেয়ার বাজার। এদিন বাজার খুলতেই পড়ল সেনসেক্সের সূচক। শুক্রবার বাজার খোলার পর প্রথমে এক ধাক্কায় প্রায় হাজার পয়েন্ট পড়ে যায় সেনসেক্স। তারপরই একটু একটু করে মাথা ওঠাতে শুরু করে এই সূচক। গতকাল বাজার বন্ধ হওয়ার আগে পর্যন্ত সেনসেক্স দাঁড়িয়েছিল ৭৪ হাজার ৫৬৫ পয়েন্টে। শুক্রবার, বাজার খুলতেই এক ধাক্কায় পড়ে ৭৩ হাজার ৬০৬ পয়েন্টে এসে দাঁড়ায়। একই হাল নিফটি ৫০-এরও। সেনসেক্সের ধাক্কায় NSE ও BSE মিলিয়ে পড়ে গিয়েছে একাধিক শেয়ারের দর। ৬ শতাংশ পড়েছে ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, ৩ শতাংশ দর পড়েছে টাটা স্টিলের, এম অ্যান্ড এম পড়েছে ৪ শতাংশ, এইচসিএল টেক পড়েছে ৩ শতাংশ। এছাড়াও, পড়ে গিয়েছে বেশ কয়েকটি তথ্য-প্রযুক্তি সংস্থার শেয়ার। এই ধাক্কায় ৪ শতাংশ মাথা নামিয়েছে Nifty IT।