নিউজ ডেস্ক: ‘গাছ লাগাও প্রাণ বাঁচাও’, এর ওপর যখন জোর দেওয়া হচ্ছে, তখন জলপাইগুড়ি জেলায় কেটে ফেলা হল একের পর এক গাছ। তাও আবার স্কুল চত্বরেই। একের পর এক গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে দেবনগর সতীশ লাহিড়ী উচ্চ বিদ্যালয়ে। প্রতিবাদে সরব হয়েছেন প্রাক্তনী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা।
কেন স্কুল ক্যাম্পাসের একাধিক গাছ কেটে ফেলা হল, তার কৈফিয়ত চেয়ে শুক্রবার স্কুলের শিক্ষকদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। জলপাইগুড়ির এই স্কুলে গাছ কাটার ঘটনার তদন্তে নেমেছে বন দফতর। মোতায়েন রয়েছে পুলিশও।