নিউজ ডেস্ক: ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হল হিমাচল প্রদেশের কুল্লুতে। শুক্রবার সকাল থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টিতে কুল্লু জেলায় স্বাভাবিক জীবন প্রভাবিত হয়েছে, আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। কুল্লুতে বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অবিরাম বর্ষণের ফলে জলের স্রোতে ভেসে যায় গাড়ি। প্লাবিত বিস্তীর্ণ এলাকা।
কুল্লু শহরের অভ্যন্তরে আখড়া বাজার এলাকার বাড়িতেও জল ঢুকেছে, যা বাসিন্দাদের দুর্ভোগ বাড়িয়েছে। এদিকে, গত রাত থেকে কুল্লু এবং ভুন্টার শহরে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে, যা প্রবল ঠান্ডার মধ্যেই লোকজনের অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারী তুষারপাত হয়েছে মানালিতেও, সেখানে ২০০টি সড়ক বন্ধ, স্কুল বন্ধ রাখা হয়েছে শুক্রবার। কাংড়ার ছোট ভাংগাল উপত্যকায় আকস্মিক বন্যায় ১৪টি বাড়ি, স্কুল ভবন এবং ৪টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।