নিউজ ডেস্ক: ভয়াবহ তুষারধসের ঘটনা ঘটল উত্তরাখণ্ডের চামোলি জেলায়। শুক্রবার চামোলি জেলায় একটি বিশাল তুষারধসের কারণে রাস্তা নির্মাণে নিয়োজিত ৪৭ জন শ্রমিক চাপা পড়ে যান। তাঁদের মধ্যে ১৬ জনকে ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে। বর্ডার রোড অর্গানাইজেশন ক্যাম্পের নির্মাণ শ্রমিকরা বদ্রীনাথের মানা গ্রামের সীমান্ত এলাকায় কাজে নিয়োজিত ছিল। শুক্রবার পুলিশ সদর দফতরের মুখপাত্র আইজি নীলেশ আনন্দ ভরনে বলেছেন, “মানার সীমান্ত এলাকায় বর্ডার রোডস অর্গানাইজেশন ক্যাম্পের কাছে একটি বিশাল তুষারধসের ঘটনা ঘটেছে, যাতে রাস্তা নির্মাণে নিয়োজিত ৫৭ জন শ্রমিক আটকে পড়েছেন। এই শ্রমিকদের মধ্যে ১০ জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে এবং গুরুতর অবস্থায় মানার কাছে সেনা ক্যাম্পে পাঠানো হয়েছে।”
এদিকে বিআরও (বর্ডার রোড অর্গানাইজেশন) নির্বাহী প্রকৌশলী সিআর মীনা জানান, ঘটনাস্থলে ৫৭ জন শ্রমিক উপস্থিত ছিলেন। তিন থেকে চারটি অ্যাম্বুলেন্সও পাঠানো হয়েছে, তবে প্রবল তুষারপাতের কারণে উদ্ধারকারী দল সেখানে পৌঁছতে অসুবিধার সম্মুখীন হচ্ছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন, “৫৭ জন বিআরও কর্মী তুষারধসে আটকে পড়েছিলেন, যার মধ্যে ১৬ জন কর্মীকে উদ্ধার করা হয়েছে। সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা আইটিবিপি থেকে সাহায্য নিচ্ছি। জেলা প্রশাসন এবং অন্য সকলের সঙ্গে যোগাযোগ রয়েছে, এবং আমরা যত তাড়াতাড়ি সম্ভব সবাইকে উদ্ধার করার চেষ্টা করছি।” উল্লেখ্য, ওই অঞ্চলে ব্যাপক তুষারপাতের কারণে রাস্তাঘাট পিচ্ছিল হয়ে গিয়েছে, চারদিকে পাহাড়ে বরফ জমে হয়েছে।