নিউজ ডেস্ক: ভারী তুষারপাত হয়েছে হিমাচল প্রদেশের মানালিতে, রাজ্যজুড়ে ২০০টি সড়ক বন্ধ, স্কুল বন্ধ রাখা হয়েছে শুক্রবার। কাংড়ার ছোট ভাংগাল উপত্যকায় আকস্মিক বন্যায় ১৪টি বাড়ি, স্কুল ভবন এবং ৪টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। হিমাচল প্রদেশে গত ২৪ ঘণ্টায় ব্যাপক তুষারপাত ও বৃষ্টিপাত হয়েছে, যার ফলে ২০০টিরও বেশি রাস্তা বন্ধ রয়েছে এবং বিদ্যুৎ ও জলের মতো অন্যান্য প্রয়োজনীয় পরিষেবাগুলি ব্যাহত হয়েছে।
কুল্লু, লাহৌল এবং স্পিতি, কিন্নর এবং চাম্বা জেলার বেশ কিছু এলাকা রাজ্যের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। শিমলা জেলার দোদরা-কোয়ারে ভারী তুষারপাত অব্যাহত রয়েছে এবং উপত্যকায় যাওয়ার সমস্ত রাস্তা যান চলাচলের জন্য বন্ধ রয়েছে। লাহৌল ও স্পিতি এবং চাম্বার মতো কয়েকটি জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।