৯৩ বছরে এই প্রথমবার।একটি শহরে আন্তর্জাতিক উড়ান নামছে। একদিনে বিমান যাতায়াত করছে ২৩৬টি। মাত্র একদিনে বিমান যাত্রীর সংখ্যা ছাড়াচ্ছে ২৪,৫০০।তখন যে শহর সাক্ষী থেকেছিল বিমান চলাচলের প্রথম যুগের, স্বাধীনতার আগে থেকে যে বিমানবন্দর থেকে বিমান উড়ে যেত বিশ্বের বিভিন্ন প্রান্তে, সেখানে আজ শূন্যতার ঘনঘটা। আন্তর্জাতিক উড়ানের দিন শেষ সেখানে।