নিউজ ডেস্ক: নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে শনিবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের ১৯০-তম জন্মতিথি উদযাপিত হচ্ছে। শ্রীরামকৃষ্ণের জন্মতিথি উপলক্ষ্যে বেলুড় মঠের মূল মন্দিরে সকালে মঙ্গল আরতি, বৈদিক মন্ত্র পাঠের মধ্য দিয়ে সূচনা হয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের জন্মতিথি। শ্রী রামকৃষ্ণের জন্মতিথি বেলুড় মঠে এ দিন পুজোপাঠ, হোম, স্তব গান, শ্রীরামকৃষ্ণ বন্দনা, ভজন, শ্রীরামকৃষ্ণের জীবন ও কথা-সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
একনজরে অনুষ্ঠান-সূচি:
.ভোর ৪টেয় মঙ্গলারতি করা হবে শ্রীরামকৃষ্ণের মন্দিরে ।
.ভোর ৪.৪0 মিনিটে বেদপাঠ ও ভজনগান অনুষ্ঠিত হবে ।
.ভোর ৫টা-৬টা পর্যন্ত উষা-কীর্তন হবে শ্রীরামকৃষ্ণের মন্দির ও মঠ প্রাঙ্গণে ।
.সকাল ৭টায় শ্রীরামকৃষ্ণের বিশেষ পূজা ও হোম অনুষ্ঠিত হবে শ্রীরামকৃষ্ণের মন্দিরে ।
.সকাল ৮টা-৯টা অবধি শ্রীরামকৃষ্ণ-বন্দনা হবে সভাগৃহে । এতে বেলুড় মঠের সন্ন্যাসী ও ব্রহ্মচারীবৃন্দ অংশ নেবেন ।
.সকাল ৯.০৫ মিনিট থেকে ৯.৪৫ মিনিট শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ ও ব্যাখ্যা করবেন স্বামী নিত্যশুদ্ধানন্দ মহারাজ ।
.সকাল ৯.৫০ মিনিট- ১০.৩০ মিনিট, ভক্তিগীতি পেশ করবেন সাগরিক ভট্টাচার্য ।
.সকাল ১০.৩৫ মিনিট-১১.১৫ মিনিট পর্যন্ত শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ ও ব্যাখ্যা করবেন স্বামী তপোধীরানন্দ মহারাজ ।
.বেলা ১১টা -২টো, মা সারদা সদন ভবনে ভক্তদের হাতে হাতে প্রসাদ বিতরণ করা হবে ।
.বেলা ১১.২০ মিনিট-১২.০৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে গীতি-আলেখ্য – “চরণে তোমার অর্পণী পূর্ণবার” । এতে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন শিশু বিদ্যাপীঠের ছাত্ররা অংশগ্রহণ করবে ।
.বেলা ১২.১০ মিনিট-১২.২০ মিনিট, ভজন পরিবেশন করবেন সুলভ চট্টোপাধ্যায় ।
.দুপুর ১২.২৫ মিনিট- ২টো, যন্ত্র-সঙ্গীত পরিবেশন করবেন পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য ।
.বিকাল ৩টে-৩.৪৫ মিনিট, ‘স্বামী বিবেকানন্দ প্রবর্তিত – পরিবর্ধিত ও পরিমার্জিত সংস্করণ’ (ইংরাজি) বই প্রকাশ হবে ।
.বিকাল ৪টে-৫টা পর্যন্ত শ্রীরামকৃষ্ণের জীবন ও বাণী ভিত্তিতে ধর্মসভা অনুষ্ঠিত হবে । এতে অংশ নেবেন স্বামী সুনির্মলানন্দ, স্বামী .নিত্যশুদ্ধানন্দ (বাংলা), স্বামী বেদানন্দানন্দ (ইংরাজি), স্বামী ওজস্বানন্দ (হিন্দি) ৷
.সন্ধ্যা ৬টায় শ্রীরামকৃষ্ণের মন্দিরে সন্ধ্যারতি ।
.সমগ্র অনুষ্ঠানের মধ্যে বেলা ১১টা থেকে ২টো পর্যন্ত প্রসাদ বিতরণ করা হবে মা সারদা সদাব্রত ভবন থেকে । এছাড়াও সম্পূর্ণ অনুষ্ঠানটি সরাসরি বেলুড় রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে সরাসরি সম্প্রচারিত করা হবে ।
প্রসঙ্গত, এদিন সকাল থেকেই ঠাকুরের জন্মতিথি উপলক্ষ্যে বেলুড় মঠে বহু ভক্ত সমাগম হয়েছে। অন্যদিকে, ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মতিথি উপলক্ষ্যে শ্রীরামকৃষ্ণের জন্মস্থান হুগলির কামারপুকুরে রামকৃষ্ণ মঠে নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানেও বহু ভক্ত সমাগম সকাল থেকেই। জয়রামবাটী মাতৃ মন্দির-সহ রামকৃষ্ণ মঠ মিশনের অন্যান্য শাখা কেন্দ্রে ও বিভিন্ন রামকৃষ্ণ সংঘে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের জন্মতিথি উপলক্ষ্যে।