নিউজ ডেস্ক: সম্প্রতি শেষ হয়েছে ৪৫ দিন ব্যাপী অমৃত কুম্ভ স্নান কর্মসূচি। মেলা আস্তে আস্তে গোটানোর কাজ শুরু করেছে প্রশাসন। একে একে ফিরে যাচ্ছেন প্রশাসনিক আধিকারিকরা। স্থায়ী কর্মস্থলে ফিরছে পুলিশ-প্রশাসনের কর্মচারীরা। দু’মাসের বেশি তাদের অস্থায়ী কর্মস্থল ছিল প্রয়াগরাজের কুম্ভ মেলা নগরী। তথ্য অনুযায়ী গত ৪৫ দিন যাবত দেশ-বিদেশ মিলিয়ে ৬৫ কোটি মানুষ প্রয়াগরাজের গঙ্গায় স্নান করেছেন।
তবে কুম্ভ নিয়ে দায়িত্ব এখনই শেষ হয়ে যাচ্ছে না প্রশাসনের। যোগী সরকার ঘোষণা করেছে, প্রয়াগরাজের গঙ্গার পবিত্র জল এবার উত্তর প্রদেশের ৭৫ জেলায় আগামী কয়েক মাস ধরে বিলি করা হবে। মহাকুম্ভ মেলা প্রাঙ্গনের চিফ এক্সিকিউটিভ অফিসার প্রমোদ শর্মা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী যোগীর নির্দেশ সব জেলা সদর থেকে কুম্ভের প্রবিত্র জল বিলির ব্যবস্থা করছেন তারা। কবে থেকে এই কর্মসূচি শুরু হবে তা সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেবে সরকার।
এ প্রসঙ্গে প্রমোদ শর্মা জানান, অমৃতকুম্ভে যারা যোগ দিতে পারেননি, ইচ্ছে থাকলেও প্রয়োগরাজের গঙ্গায় ডুব দেওয়ার সুযোগ হয়নি, তাদের জন্য এই আয়োজন। প্রত্যেক জেলা সদর থেকে প্রয়াগরাজের গঙ্গার জল সাধারণ মানুষের মধ্যে বিলি করা হবে।