ভুয়ো ভোটার রুখতে কী বায়োমেট্রিক পদ্ধতিতে ভোট দান? এ বায়োমেট্রিক পদ্ধতিতে ভোটের কথা জানিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভূয়ো ভোটার নিয়ে সরগরম রাজ্যের রাজনীতি। মুখ্যমন্ত্রীর ২৬-এর ভোটেও খেলা হবার কথা জানিয়েছিলেন। তাও আবার ভোটার লিস্ট নিয়ে। তাহলে কী মুখ্যমন্ত্রীর ভোটার লিস্টের খেলায় পাল্টা গোল করে দিলেন শুভেন্দু। তাই কী শুভেন্দুর মুখে বায়োমেট্রিক পদ্ধতিতে ভোটেদানের নিদান?