নিউজ ডেস্ক: ফের দাম বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের, ফেব্রুয়ারি মাসে দাম কমলেও, মার্চ মাসের শুরুতেই মহার্ঘ্য হল বাণিজ্যিক সিলিন্ডার। চলতি মাসে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৬ টাকা বৃদ্ধি পেল। এর ফলে শনিবার, ১ মার্চ থেকে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম কলকাতায় হয়েছে ১ হাজার ৯১৩ টাকা। তবে অপরিবর্তিত রয়েছে গৃহস্থের ১৪.২ কেজির রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম। ফলে কলকাতায় সেই সিলিন্ডারের দর থাকছে ৮২৯ টাকা।
প্রসঙ্গত, গত বছরের শেষ দিকে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ধাপে ধাপে ১৬০ টাকার উপর বাড়ায় পেট্রোলিয়াম সংস্থাগুলি। গত জানুয়ারি ও ফেব্রুয়ারিতে মোট দাম কমানো হয় ২০ টাকা। এরপর মার্চ মাসে ফের বাড়ল দাম।