নিউজ ডেস্ক: উত্তরাখণ্ডের চামোলিতে তুষারধসের ঘটনায় উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী মোদী। উদ্ধারকাজ-সহ সামগ্রিক পরিস্থিতি নিয়ে খোঁজখবর নেন মোদী।
উল্লেখ্য, শুক্রবার উত্তরাখণ্ডের বদ্রীনাথের অদূরে তুষারধস নামে। ভারত-চিন সীমান্তের কাছে মানা গ্রামে তুষারধসের কারণে আটকে পড়েন অন্তত ৫৫ জন শ্রমিক। ঘটনার খবর পেয়েই উদ্ধারকাজ শুরু করে জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। শনিবার সকাল পর্যন্ত ৫৫ জনের মধ্যে ৪৭ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে ৩ জনের অবস্থা সঙ্কটজনক। শনিবার সকালেই উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি আকাশপথে উদ্ধারকাজ ও সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখেন।